How to enroll in the courses and download certificates

Views 260

How to enroll in the courses and download certificates

About The Course

আসসালামু আলাইকুম সবাইকে,

আজকে আমরা দেখব যে কিভাবে লাইফস্প্রিং ওয়েবসাইটে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর কিভাবে কোর্স পারচেজ করবো, কোর্সগুলো কিভাবে শেষ করব এবং কোর্স শেষ করার পর কিভাবে কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করব।

১. যদি আমাদের একাউন্ট না থাকে বা লগ ইন করতে হয় সেক্ষেত্রে আমরা লগ ইন অথবা রেজিস্টারে ক্লিক করব।

২. আমাদের যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা সাইন-আপ অপশনে ক্লিক করব।

৩. সাইন-আপের জন্য নিচের বক্সগুলোতে আমরা আমাদের নাম, ফোন নম্বর, ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিচের সাইন-আপ অপশনে ক্লিক করব।

৪. আমরা যদি বাংলাদেশের বাইরে থেকে পারচেজ করতে চাই তাহলে নম্বর অপশনে ক্লিক করলেই যে সকল দেশে আমাদের কোর্স সেল করা হয় সেগুলোর অপশন চলে আসবে। যে দেশ থেকে কোর্স পারচেজ করতে ইচ্ছুক সে দেশের “Country Code” সহ দেশের নামগুলো চলে আসবে এবং সেই দেশের অপশনে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, এরপর যথারীতি ফোন নম্বর, ই-মেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

৫. লগ-ইন সাকসেসফুল হওয়ার পর একটি ড্যাশবোর্ড সামনে আসবে। সেখানে মোট কয়টি কোর্সে আমাদের এনরোলমেন্ট রয়েছে সেটা স্পষ্ট দেখা যাবে।

৬. যদি কেউ আরও কোর্স পারচেজ করতে চায় তাহলে লাইফস্প্রিং ওয়েবসাইটে আবার যাব এবং যেই কোর্স করতে ইচ্ছুক সেই কোর্সটি “All Course” অপশনে যেয়ে খুঁজে নেব।

৭. যদি আমরা “1 year subscription plan” কিনতে চাই তাহলে নিচের “Enroll Now” অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা সরাসরি চেক-আউট অপশনে যেতে পারব। যদি কোর্সের ডিটেইল জানতে চাই তাহলে কোর্স টাইটেলে ক্লিক করলে কোর্সের বিস্তারিত সব দেখা যাবে

৮. এরপর আমরা ডান দিকের “Proceed to Payment” অপশনে ক্লিক করব যেহেতু আমরা আগে “Add to cart” এ অ্যাড করেছিলাম।

৯. “Proceed to Payment” এ গেলে আমরা সরাসরি ইনফরমেশন পেইজে চলে আসব, আমাদের কাছে যদি কোন কুপন থাকে সেটা অ্যাড করে নেব।

১০. এরপর “Place Order” এ ক্লিক করব। আপনারা ক্রেডিট-ডেবিট কার্ড, ভিসা ও মাস্টার কার্ড, বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।

১১. আমরা আবার ড্যাশবোর্ড অপশনে চলে যাব এবং যাওয়ার পর “Active Course” ও “Enroll Course” এ ক্লিক করলে দেখা যাবে আমাদের কোর্স লিস্টগুলো চলে এসেছে।

১২. আমরা যদি কোন একটা কোর্সে ক্লিক করি তাহলে দেখা যাবে যে ডান দিকে “Start Course” একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে সেই কোর্সের সব ক্লাসগুলো ক্রমে (নম্বর অনুযায়ী)  চলে আসবে।

১৩. কোর্সটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন একটি অপশন চলে আসবে “Complete Course” নামে।

১৪. কোর্স সম্পর্কে আপনার মত প্রকাশ করবেন বা কোন সাজেশন থাকে সেটাও শেয়ার করবেন।

১৫. এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই কোর্সের সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।

The Course Curriculam
4.4
Total 5 Ratings
5
3 Ratings
4
1 Rating
3
1 Rating
2
0 Rating
1
0 Rating
  • Puza Deb

    Puza Deb

    9 months ago
    So helpful
  • MM

    md. Mahbubul

    9 months ago
    Excellent
  • Ifteker Uddin Chowdhury

    Ifteker Uddin Chowdhury

    10 months ago
    nice
  • Mahmudur Rahman

    Mahmudur Rahman

    10 months ago
    Nice
  • Rifah

    Rifah

    10 months ago
    It will be more helpful if this content will be described along with a video tutorial
Open chat
Scan the code
Hello 👋
Can we help you?